ঢাকা: রাজনৈতিক সংকট উত্তরণে শিগগিরই একটি অর্থবহ সংলাপ দরকার। বিএনপি সংলাপের প্রস্তাব দিয়েই রেখেছে, এখন উদ্যোগ নিতে হবে সরকারকে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা।
লিখিত বক্তব্যে পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রহুল আমীন গাজী বলেন, দেশের বর্তমান সংকটকে প্রকৃত সংকট হিসেবে দেখে উভয়পক্ষকে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে রাজনৈতিক সংলাপ সম্ভব হয়।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, বল এখন সরকারের কোটে। তাই সরকারকেই সংলাপের জন্য এগিয়ে আসতে হবে।
দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বশীল নির্বাচন অনুষ্ঠানই সংকট থেকে দেশকে রক্ষা করতে পারবে বলে মনে করে পেশাজীবী পরিষদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষমতাসীনেরা ‘দমননীতি’ চালানোর পাশাপাশি নানমুখী ভয়ভীতি প্রদর্শন ও অলিখিত কঠোর সেন্সরশিপ প্রয়োগ করে গণমাধ্যমের স্বাধীনতা হরণের ‘অপচেষ্টা’ চলাচ্ছে। মিডিয়ায় একতরফা প্রচারণা চালানোর জন্য চাপ দেওয়া হচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সরকার আগেই আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে। এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে দুই বছর ধরে জেলে বন্দি করে রেখেছে। সাময়িক নিষেধাজ্ঞার নামে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি বন্ধ রেখেছে। একুশে টেলিভিশনের সম্প্রচার কৌশলে বারবার বন্ধ করা হচ্ছে। টকশোতে ভিন্নমতের ব্যক্তিদের অংশগ্রহণেও বাধা দেওয়া হচ্ছে।
গঠনমূলক সংলাপই সমাধানের একমাত্র পথ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, সমস্যাটি রাজনৈতিক তাই এর সমাধানও রাজনৈতিক পন্থায় করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সদরুল আমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫