ঢাকা: হত্যা কোনো সমাধান নয়। রাজনীতির মূল লক্ষ্য জ্বালাও-পোড়াও নয়।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বীরউত্তম খাজা নিজামুদ্দিন সেমিনার হলে বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগ আয়োজিত ‘চলমান রাজনীতি ও বাংলাদেশ ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেন, ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী জনগণকে কথা দিয়েছিলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটালাইজড করবেন। তিনি তার দেওয়া কথা অনুযায়ী, বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আমরা শান্তি প্রিয় মানুষ। বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দিলে তারপর তিনি ক্ষমতায় আসার কথা চিন্তা করতে পারবেন। এর আগে মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসার চিন্তা করা ভুল হবে।
আয়োজক সংগঠনের সভাপতি মো. রফিক উল্যা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য মো. সেলিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫