ঢাকা: হরতাল-অবরোধ দিয়ে দেশব্যাপী সহিংসতা না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে গিয়ে এ আহ্বান জানান তিনি।
রওশন এরশাদ বলেন, মানুষকে পোড়ানো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না। এটা কাম্যও নয়। জনগণকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবা ঠিক নয়।
বিএনপি ও ২০ দলীয় জোটকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশব্যাপী নৈরাজ্য বন্ধ করে জনগণের পাশে দাঁড়ান। সংসদে এবং এর বাইরেও সবাইকে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রওশন বলেন, সহিংসতার সঙ্গে জড়িতদের তথ্য অবশ্যই সরকারের কাছে আছে। সরকারই সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
এর আগে সকাল ১১টার দিকে অবরোধ-হরতালের আগুনে দগ্ধদের দেখতে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে যান রওশান এরশাদ। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫