ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
বগুড়ায় রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ছবি: প্রতীকী

বগুড়া: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রোববার (২৫ জানুয়ারি) থেকে বগুড়ায় লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ২০ দলীয় জোট।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু স্বাক্ষরিত এক বার্তায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বার্তায় বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হুসাইন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদি হাসান হিমুসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নামে মামলা, গ্রেফতার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে রোববার (২৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত বগুড়া জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।