ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

ট্রাকবহরে হামলা

মেয়র বুলবুলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, জানুয়ারি ২৩, ২০১৫
মেয়র বুলবুলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী: ট্রাকবহরে হামলার ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৩৫জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) ‍দুপুরে মহানগরের বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) মাহমুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে উপ-পরিদর্শক (এসআই) এস এম জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলাটি করেছেন।

মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫জনকে আসামি করা হয়েছে বলে জানান পরিদর্শক মাহমুদুর রহমান।

তবে শুক্রবার দুপুর পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মহানগরের দড়িখরবোনা এলাকায় ট্রাকবহরে হামলা চালায় অবরোধ সমর্থকরা। এসময় তারা ককটেল বিস্ফোরণ, গাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালায়।

এ ঘটনায় থানায় এর আগেও একটি মামলা করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।