দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন।
দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রহুল আমিন বাংলানিউজকে জানান, ২০দলের ডাকা অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বিএনপির চার ও জামায়াতের আট জন কর্মী রয়েছে।
অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে পুলিশ রাতদিন অক্লান্ত পরিশ্রম করে জনগণের যানমাল রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এছাড়া, পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা টহলসহ বিভিন্ন যানবাহন বিশেষ নিরাপদে পৌঁছে দিচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫