ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

বরিশালে ট্রাকে আগুন, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫১, জানুয়ারি ২৪, ২০১৫
বরিশালে ট্রাকে আগুন, আহত ২ ছবি : ফাইল ফটো

বরিশাল: ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে বরিশাল-পটুয়াখালি সড়কের আব্দুর রব সেরনিয়াবাদ সেতু সংলগ্ন এলাকায় মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি ব্রিজের সংযোগ সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।

এতে ট্রাকের চালক শফিউদ্দিন (৪৫) ও হেলপার রুবেল (২০) আহত হন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুত্রুবার (২৩ জানুয়ারি) রাতে বরিশালের দপদপিয়ার আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর ঢালে এ ঘটনা ঘটে।

ট্রাকের চালক শফিউদ্দিন বাংলানিউজকে বলেন, মুরগীর খাবার নিয়ে ভোলার উদ্দেশ্যে যাওয়ার পথে দপদপিয়ার আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর ঢালে ঢাকা মেট্রো-ট-১৪-৫০৫৫ নম্বরের ট্রাককে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়।

বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির বাংলানিউজকে বলেন , ট্রাকটি ভোলার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে দপদপিয়া এলাকায় দুর্বৃত্তরা ট্রাকটির সামনের দিকে পেট্রোল বোমা মারে। এতে চালক ও তার সহযোগী আহত হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাদে পড়া ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন হাসাপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সেবক কাদের খান।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।