ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

শনিবার গাইবান্ধায় হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৭, জানুয়ারি ২৪, ২০১৫
শনিবার গাইবান্ধায় হরতাল

গাইবান্ধা: গাইবান্ধা জেলায় শনিবার (২৪ জানুয়ারি) আধাবেলা হরতাল ডেকেছে ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জেলা শিবির সভাপতি আবু হাসেম বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি বলেন, অন্যায়ভাবে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলায় হরতাল আহবান করা হয়েছে।

আবু হাসেম জানান, ২২ জানুয়ারি রাত আড়াইটার দিকে শিবিরের গাইবান্ধা সদর পশ্চিম থানা সভাপতি রায়হানুল ইসলাম ও পলাশবাড়ী পূর্ব থানা সভাপতি আলমগীর কবিরসহ শিবিরকর্মী ফরুক মিয়া এবং সাকিব তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময় : ০৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।