নড়াইল: বোমা মেরে এবং সহিংসতা করে ঢাকাকে বিচ্ছিন্ন করতে গিয়ে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে নড়াইলের মধুমতি নদীর কালনা ঘাটে কালনা সেতু ভিত্তি প্রস্তর স্থাপন কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এ সেতু বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ হবে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদাকে গ্রেফতার করা হবে কিনা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এ বিষয়ে তারা ভাল জানেন।
এসময় উপস্থিত ছিলেন, নড়াইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহম্মদ আলী, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫