ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গি-সন্ত্রাসীদের নির্মূল করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
জঙ্গি-সন্ত্রাসীদের নির্মূল করা হবে ফাইল ফটো

ঢাকা: পৃথিবীর অন্যান্য দেশে জঙ্গি ও সন্ত্রসীদের সঙ্গে যেমন আচরণ করা হয়, বাংলাদেশেও যারা এ ধরনের কর্মকাণ্ড করছে  তাদের সঙ্গেও একই আচরণ করা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কাস পার্টির কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ কথা জানান।

 

তিনি বলেন, গতকাল (শুক্রবার) রাতে যাত্রাবাড়ীতে যে নারকীয় ঘটনা ঘটনো হয়েছে, এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। যারা এসব কর্মকাণ্ড করছে, তারা নিঃসন্দেহে সন্ত্রাসী।

‘বিশ্বের অন্যান্য দেশে জঙ্গি-সন্ত্রাসীদের যেভাবে আচরণ করা হয়, এখন থেকে তাদের সঙ্গেও একই আচরণ করা হবে। কেননা বর্তমান প্রেক্ষাপটে তাদের নির্মূল করা ছাড়া উপায় নেই’— বলেন খাদ্যমন্ত্রী।

এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এদিকে সহিংসতা প্রতিরোধে ১৪ দলের পক্ষ থেকে বিবিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈঠকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়াসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।