ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তানোরে বিএনপি-জামায়াতের ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
তানোরে বিএনপি-জামায়াতের ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহী: রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় বিএনপি-জামায়াতের ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমানসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয় তানোর থানায় দায়ের করা ওই মামলায়।



শুক্রবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে রাজশাহীর তানোর থানায় ইয়ারাব্বি পরিবহনের চালক নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উপজেলার ব্র্যাক মোড়ে ইয়ারাব্বি পরিহবনে পেট্রোল বোমা ছুঁড়ে মারে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ ঘটনায় রাতে ওই বাসের চালক নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি-জামায়াতের ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয় বলেও জানান ওসি।

মামলার তদন্তভার দেওয়া হয়েছে থানার উপ-পরিদর্শক হাসনাত আলীকে। এ মামলায় অমি নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে বলেও জানান ওসি মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।