রাজশাহী: রাজশাহীতে নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের তিন কর্মীসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জানুয়ারি) গভীর রাতে বিএনপি-জামায়াতের তিন কর্মীকে দুই মাস করে ও সাতজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
সাজার পর শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।
সকালে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে পুলিশের আলাদা অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন বিএনপি, জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। অন্যরা মাদাকাসক্ত। পরে রাত ২টার দিকে রাজপাড়া থানায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় তাদের।
রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের মধ্যে নাশকতায় জড়িত থাকার অপরাধে তিনজনকে দুই মাস এবং সাতজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে শনিবার তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
দুই মাসের সাজাপ্রাপ্তরা হলেন মোস্তাফিজুর রহমান মিম (২০), আবদুল গফুর (৪৫) ও আরব আলী (৪৮)।
এছাড়া সাজাপ্রাপ্ত বাকি সাতজন হলেন বাচ্চু (২০), রাজ্জাক (২৫), মোস্তাকিন (৪৭), মাসুদ করিম (৩২), হায়দার আলী (২০), শরীফুল ইসলাম (৩০) ও মন্টু শেখ (৩০)।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫