ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোব ও সোমবার দেশব্যাপী হরতাল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
রোব ও সোমবার দেশব্যাপী হরতাল প্রতীকী

ঢাকা: রোববার ও সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার দুপুরে এক বিবৃতিতে বিএনপির স্বেচ্ছায় আত্মগোপনে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।



বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের দশ হাজার নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে চলমান অবরোধের পাশাপাশি এ হরতাল ডাকা হয়েছে।

ঘোষণা অনুযায়ী ২৫ জানুয়ারি রোববার ঢাকা মহানগরীসহ দেশব্যাপী ভোর ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট ছত্রিশ ঘণ্টার হরতাল পালিত হবে।

দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালনের জন্য বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।