ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবরোধ প্রত্যাহারে খালেদাকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
অবরোধ প্রত্যাহারে খালেদাকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০দলীয় জোটের দেশব্যাপী চলমান অবরোধ প্রত্যাহারের জন্য বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশান-২ গোল চত্বরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান ছোটন এ আল্টিমেটাম দেন।



তিনি বলেন, যদি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা অবরোধ প্রত্যাহার করে না নেয় তার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করা হবে এবং আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এসময় পল্টন থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ব্যানার নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বেশ কিছু নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

তারা অবরোধ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং নাশকতা-সহিংসতা প্রতিরোধের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।