ঢাকা: অবরোধের নামে দেশে চলমান ‘সহিংসতা’ বন্ধ করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডর’স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১।
শনিবার (জানুয়ারি ২৪) জাতীয় প্রেসক্লাবের সামনে সহিংসতাবিরোধী আয়োজিত মানববন্ধন থেকে তারা এ আহ্বান জানায়।
এতে ২০দলীয় জোটের নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের কমান্ডার লে. কর্নেল আবু ওসমান চৌধুরী বলেন, অবিলম্বে সহিংসতা বন্ধ করুন। নইলে তরুণ প্রজন্ম তা প্রতিহত করবে। জামায়াতকে ত্যাগ করলে সরকারকে সংলাপে বসার জন্য অনুরোধ করা হবে।
সাবেক সেনাপ্রধান লে. জেনারেল এম হারুন অর রশীদ বীর প্রতীক বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক ধারার মাধ্যমে সরকারের পরিবর্তন হবে। সহিংসতার মাধ্যমে নয়। আমরা পাকিস্তান ও আফগানিস্তান হতে চাই না। বিএনপিকে বলছি অবিলম্বে সহিংসতা থামান।
মানববন্ধনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু অভিযোগ করে বলেন, খালেদা ও জামায়াত সহিংসতার জন্য জিহাদ ঘোষণা করেছে। রাজনীতি ও ধর্মের নামে তারা এখন যা করছে তা ১৯৭১ সালেও করেছিল। খালেদা সুপরিকল্পিতভাবে সহিংসতা করছে। তাদের কারণে আজ হাসপাতালগুলোর বার্ন ইউনিটে মা ও শিশুদের আর্তচিৎকারে বাতাস ভারী হয়ে ওঠেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, আমরা সহিংসতা বন্ধ করার জন্য খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছি। কিন্তু তারপরও বোধোদয় হয়নি তার। অচিরেই সহিংসতা থামাতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- সেক্টর কমান্ডর’স ফোরামের মহাসচিব হারুন হাবিব, সহ-সভাপতি মহিউদ্দীন আহমেদ, হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাস গুপ্ত, সাংবাদিক শফিকুর রহমান, মেজর জিয়াউদ্দিন আহমেদ, কবি ও সাংবাদিক সালেহ চৌধুরী, বিটিভির সাবেক মহাপরিচালক ম হামিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫