ঢাকা: দেশের সব রাজনৈতিক দলকে পাঁচ দফার ভিত্তিতে সংলাপে বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট।
দফরাগুলো হলো- সরকারকে রাজনৈতিক দল বা জনগণের দাবি মেনে নেওয়ার নীতিমালা নির্ধারণ, অবরোধ বন্ধে নীতিমালা প্রণয়ন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া ও তাদের নির্বাহী ক্ষমতা নির্ধারণ ও জঙ্গি সংগঠনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ছিন্ন করার নীতিমালা প্রণয়ন করা।
এছাড়াও দু’বার সরকার ও রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালনকারীদের দল থেকে অবসরের পরিকল্পনা প্রণয়নের প্রস্তাবও করা হয় দলটির পক্ষ থেকে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্প্রসারিত মিলনায়তনে দেশের সংঘাতময় পরিস্থিতি উত্তরণে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী দলের পক্ষ থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের মহাসচিব আলহাজ আল্লামা মাওলানা এম এ মতিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব আল্লামা আনম মাসউদ হোসাইন আলকাদেরী, ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম এ মোনেম, বাংলাদেশ ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল হক চিশতী, মাওলানা হাফিজুর রহমান শাহিন আশরাফী, মাওলানা আশরাফুল আজিজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫