ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

নিতাই রায়ের স্ত্রী’র মৃত্যুতে রিজভী’র শোক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, জানুয়ারি ২৪, ২০১৫
নিতাই রায়ের স্ত্রী’র মৃত্যুতে রিজভী’র শোক রুহুল কবির রিজভী আহমেদ

ঢাকা: বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সহধর্মীনি ঝুমুর রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।



ঝুমুর রায় চৌধুরী শনিবার রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

রিজভী বলেন, একজন রাজনীতিকের পত্নী হিসেবে ঝুমুর রায় চৌধুরী সব সময় স্বামীকে উৎসাহ ও প্রেরণা যুগিয়েছেন। তার মৃত্যুতে নিতাই রায় চৌধুরীর পরিবারবর্গ যে ক্ষতির সন্মূখীন হলো তা সহজে পূরণ হবার নয়।
   
রিজভী ঝুমুর রায় চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।