বগুড়া: বিএনপির নেতৃত্বাধীন স্থানীয় ২০ দলীয় জোটের ডাকা রোববার (২৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে লাগাতার ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও জামায়াত ইসলামী।
শনিবার (২৪ জানুয়ারি) বগুড়া জেলা শহরের বিভিন্নস্থানে পৃথকভাবে তারা মিছিল করে।
রাত সাড়ে ৭টার দিকে জেলা জামায়াতের প্রচার বিভাগ থেকে এক বার্তায় বলা হয়, হরতালের সমর্থনে বগুড়া শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেলা সদরের সাবগ্রাম ও গোদারপাড়ায় দু’টি মিছিল বের করা হয়। মিছিলে শহর সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম ও শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী নেতৃত্ব দেন।
এর আগে শহর বিএনপির দফতর সম্পাদক আসিফ আশরাফ স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে বগুড়া শহর বিএনপির ২১টি ওয়ার্ডে বাদ আসর বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নম্বর ওয়ার্ডে মিছিলে নেতৃত্ব দেন মশিউর রহমান শামীম ও জাহিদুল ইসলাম, গোলজার আলী, ২ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন নূর আলম ও তরিকুল ইসলাম জুয়েল, ৩ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন জহুরুল ইসলাম ডালু ও আইনুল হক, ৬ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন বেলাল হোসেন নান্নু, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস, ৭ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন আকতারুজ্জামান নান্টু ও জিল্লুর রহমান পশারী লিখন, ৮ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন মিজানুর রহমান মিজান ও সোলাইমান আলী, ১০ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন কাউন্সিলর মাহবুবর রহমান লুলকা ও মাহমুদুল হাসান তুহিন, ১১ নম্বর ওয়ার্ডে মিছিলে নেতৃত্ব দেন আবুল হোসেন ও আব্দুস সোবাহান, ১২ নম্বর ওয়ার্ডে মিছিলে নেতৃত্ব দেন জহুরুল ইসলাম ও রাজু বাহার, ১৩ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন আব্দুল জোব্বার টুকু ও সাইদুল ইসলাম সাইদ, ১৪ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন কাউন্সিলর আব্দুল মজিদ ও আনোয়ার হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন আব্দুল মান্নান ও মিজানুর রহমান মিজান, ১৬ নম্বর ওয়ার্ডে মিছিলে নেতৃত্ব দেন কাউন্সিলর হারুনুর-রশিদ সাজু ও আব্দুল খালেক, ১৭ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন মোঃ স্বাধীন ও মোঃ বাছেদ, ১৮ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন মামুনুর রহমান মামুন ও মোর্শেদ মিটন, ১৯ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রেজাউল হক ও আব্দুর করিম মিস্টার, ২০ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন কাউন্সিলর রুস্তম আলী ও আব্দুল খালেক এবং ২১ নম্বর ওয়ার্ডে মিছিলে নেতৃত্ব দেন আব্দুল কুদ্দুস চাঁন ও সাজেদুর রহমান স্বপন।
বাংলাদেশ সময় : ২১৩৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৫