সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার দায়ে জেএমবি সদস্য সেলিম বাবু ওরফে টাক বাবুকে (৩৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন।
এর আগে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে সাতক্ষীরা শহরের ইটাগাছা থেকে তাকে আটক করে পুলিশ। বাবু ইটাগাছা এলাকার তমিজউদ্দীন সরদারের ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে জানান, সাতক্ষীরা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সেলিম বাবুর বিরুদ্ধে সহিংসতা ও জঙ্গি তৎপরতার একাধিক মামলা রয়েছে। এছাড়া জেএমবির সক্রিয় সদস্য হিসেবে পুলিশ তাকে সনাক্ত করেছে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫