ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘অবরোধকে সন্ত্রাস চিহ্নিত করতে পেট্রোল বোমা হামলা’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
‘অবরোধকে সন্ত্রাস চিহ্নিত করতে পেট্রোল বোমা হামলা’

ঢাকা: ‘শান্তিপূর্ণ’ অবরোধ কর্মসূচিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করতে ‘ক্ষমতাসীনদের ইঙ্গিতেই’ পেট্রোল বোমা হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ২০ দলীয় জোট।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করে বিরোধী জোটটি।



শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে বোমা হামলায় ৩০ জন নিরাপরাধ মানুষের দগ্ধ হওয়ার সংবাদে জোটের পক্ষ থেকে শোক জানিয়ে এসব হামলার নিন্দা জানানো হয়।

বিবৃতিতে ২০ দলের শীর্ষ নেতারা বলেন, আমাদের পক্ষ থেকে বারবার স্পষ্ট করে বলা হচ্ছে যে, মানুষ হত্যার ঘৃণ্য অপ-রাজনীতি আমরা কখনো সমর্থন করি না। ২০ দলের কেউ এসব পৈশাচিক তৎপরতায় লিপ্ত নেই এবং কখনো হবেও না। যারা এসব করছে সেই সব প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

বিবৃতিতে দাবি করা হয়, বিরোধী দলের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করতে, এসব তৎপরতা দমনের নামে বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন আরও বাড়াতে এবং নির্বাচনী প্রহসন বর্জনের কারণে সাধারণ মানুষের ওপর প্রতিশোধ নিতে ক্ষমতাসীনদের ইঙ্গিতেই এসব ঘটনা ঘটছে।

২০ দলের নেতারা বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিরোধী দলের ওপর চাপিয়ে কুৎসিত রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে ক্ষমতাসীরা।

তারা দেশবাসীর প্রতি ‍আহ্বান জানিয়ে বলেন, ওদের কথায়, ওদের হুংকারে, ওদের কান্নায়, ওদের অভিনয়ে, ওদের অপপ্রচারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। শান্তিপূর্ণ আন্দোলনে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে এনেই কেবল একটি নিরাপদ স্বদেশ নিশ্চিত করা সম্ভব, অন্যথায় নয়।

পুরে‍া বিবৃতিটি পড়তে এখানে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।