ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, জানুয়ারি ২৪, ২০১৫
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: নাশকতা সৃষ্টির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতদের মধ্যে উল্লাপাড়া পৌর তাঁতীদলের সভাপতি ফখরুল ইসলাম (৩০), দুর্গানগর ইউনিয়ন যুবদল নেতা হেলাল উদ্দিন (৩৪) ও রজব আলীর (২৮) নাম জানা গেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।


এদিকে, সিরাজগঞ্জ থেকে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এছাড়া শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দর থেকে পুলিশ পাহারায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সার পৌঁছে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।