ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শোকাহত খালেদার পাশে স্বজন-সহকর্মী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
শোকাহত খালেদার পাশে স্বজন-সহকর্মী ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান কার্যালয় থেকে: ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যুতে শোকাহত খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে এরই মধ্যে গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা ও খালেদা জিয়ার আত্মীয়-স্বজন।
 
বিকাল সোয়া ৩টায় আরাফাত রমহান কোকোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আসতে শুরু করেন তারা।


 
বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন খালেদার ভাই সাঈদ এস্কেন্দারের স্ত্রী নাছরিন এস্কেন্দার, শামীম এস্কেন্দারের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার মেজো বোন সেলিমা ইসলাম, সালাউদ্দীন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজসহ প্রায় ২০/৩০ জন নারী স্বজন।
 
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবু রহমান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমেদ, রুহুল আলম চৌধুরী, সাবেক সাংসদ আশরাফউদ্দীন নিজান, নাজিম উদ্দীন আহমেদ, ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদ শোকাহত খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এসেছেন।
 
ঢাকা বিশ্বাবদ্যালয়ে সাবেক উপাচার্য ড. অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ ও সাংবাদিক মাহফুজ উল্লাহ এসেছেন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে।  
 
আগে থেকেই খালেদা জিয়ার সঙ্গে তারা কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
 
এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গুলশান কাঁচাবাজার জামে মসজিদ ও মাদ্রাসার ৫ জন ছাত্রকে আনা হয়েছে পবিত্র কোরআন তেলওয়াতের জন্য।
 
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন চিকিৎসকও এসেছেন গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।