ঢাকা: হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করে দেশের সাধারণ মানুষের শান্তি ও সুরক্ষার নিশ্চয়তা দাবি করেছেন বিভিন্ন পেশাজীবী মানুষ।
‘শান্তির জন্য হোক প্রতিবাদ’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সভায় পেশাজীবীরা এ দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তৃতা রাখেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন, সংসদ সদস্য তারানা হালিম, সাংবাদিক আবেদ খান, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি কেএম শফিউল্লাহ, নাট্যব্যক্তিত্ব ড. এনামুল হক, আইনজীবী পরিষদের সাবেক সভাপতি খ ম রেজাউল হক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, মুক্তিযোদ্ধা কামাল পাশা প্রমুখ।
সভা থেকে রাজনৈতিক দলগুলো ও সরকারের কাছে ৬ দফা দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫