ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে সিএসএফ’র ধস্তাধস্তি

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে সিএসএফ’র ধস্তাধস্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ নিয়ে বিএনপির সাধারণ নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যদের।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর সংবাদে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গুলশানে ভিড় জমাতে থাকে বিএনপির বিভিন্নস্তরের নেতারা।



তবে তাদের কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। উল্টো কার্যালয়ের আশপাশের এলাকা থেকে সরে যেতে বলে সিএসএফ। এতে শুরু হয় ধস্তাধস্তি ও উত্তপ্ত বাক্য বিনিময়।

এ সময় প্রায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মীর হট্টগোলে গুলশানের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।

** খালেদার কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।