ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অনশন করবেন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
অনশন করবেন এরশাদ হুসেইন মুহাম্মদ এরশাদ

ঢাকা: রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে অনশনে বসবেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এর আগে একই দাবিতে দু’দফা দফা শান্তি সমাবেশ করেছেন তিনি।



মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি।

এ গণঅনশন কর্মসূচিতে এরশাদ নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা।

তিনি বলেন, জাতীয় পার্টি কোনো ধরনের সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না। বর্তমানে দেশে রাজনীতি নামে জ্বালা-পোড়াও সহিংসতা আর দমন-নিপীড়ন চলছে। এই সহিংস রাজনীতি বন্ধ করার জন্য আমাদের পার্টির চেয়ারম্যান দুই দফা শান্তি সমাবেশ করেছেন।

একই সঙ্গে আমাদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদও এসব সহিংসতা বন্ধ করার জন্য দাবি জানিয়ে আসছেন- যোগ করেন জাপার এ প্রেসিডিয়াম সদস্য।

** রাজনীতিবিদদের চিকিৎসা দরকার বললেন এরশাদ

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।