ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘তাদের হাতে পোড়া মানুষের গন্ধ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
‘তাদের হাতে পোড়া মানুষের গন্ধ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ফটো

ঢাকা: শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে কোন কারণ ছাড়াই বিএনপি-জামায়াত অহেতুক মানুষ পুড়িয়ে হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, যাদের হাত মানুষ পুড়িয়ে হত্যা করে, যাদের হাতে পোড়া মানুষের গন্ধ তারা কার জন্য রাজনীতি করে।



শনিবার বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জে বেশ কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

টুঙ্গিপাড়ার পাটগাতীতে মধুমতি নদীর উপর নির্মিত শেখ লুৎফর রহমান সেতু এবং বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে কালনা ব্রিজের ভিস্তি প্রস্তরও স্থাপন করেন শেখ হাসিনা।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, গোপালগঞ্জ, নড়াইল ও বাগেরহাটের জেলা প্রশাসক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশে গত এক বছর শান্তিপূর্ণ পরিবেশ ছিলো। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের মডেল। এর মধ্যে কোন কারণ ছাড়াই বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে মারা শুরু করেছে। ’

তিনি বলেন, তারা গত কয়েকদিনে ৩শ’-৪শ’ বাস পুড়িয়েছে। ড্রাইভার শ্রমিকদের পুড়িয়ে হত্যা করা হয়েছে। ছোট ছোট শিশুরাও রক্ষা পাচ্ছে না।
আন্দোলনতো আমরাও করেছি। আমরা তো কোন দিন মানুষ ‍পুড়িয়ে মারিনি। এ ধরনের মানুষ হত্যার আন্দোলন আর দেখিনি।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। সেই মানুষকে পুড়িয়ে মারছে তারা। কত মায়ের বুক খালি করেছে খালেদা জিয়া। খালেদা জিয়াকে আল্লাহ সুমতি দিক তিনি যেন মানুষ পুড়িয়ে মারার আন্দোলন বন্ধ করুন।

** গোপালগঞ্জে শেখ লুৎফর রহমান সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘন্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।