ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে লঞ্চে পেট্রল বোমা নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
ঝালকাঠিতে লঞ্চে পেট্রল বোমা নিক্ষেপ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠির গাবখান ব্রিজ অতিক্রম করার সময় ঢাকাগামী লঞ্চ এমভি বাঙালিতে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার বিকেলে এ ঘটনায় লঞ্চের ছাদের ৮টি এসি পুড়ে গেছে।

তবে, এতে কেউ হতাহত হয়নি।

লঞ্চের প্রধান কর্মকর্তা মো. মাসুদ বাংলানিউজকে জানান, লঞ্চটি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের ওপর থেকে দুর্বৃত্তরা ৩টি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে লঞ্চের ছাদের ৮টি এসি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) শীলমনি চাকমা বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডাইরি করা হচ্ছে। লঞ্চটি যাত্রী নিয়ে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ দিয়ে সকাল ৯টার দিকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।