মুন্সীগঞ্জ: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, অবরোধ ও হরতাল আহ্বান করে ও পেট্রোল বোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যা করছেন খালেদা জিয়া।
শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সংগঠনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতায় যেতে না পেরে প্রতিশোধের নেশায় ২০ দলীয় জোট গঠন করে তারা এখন দেশব্যাপী নাশকতা চালাচ্ছে।
আরাফাত রহমান কোকোর মৃত্যুতে খালেদা জিয়াকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, অবরোধ ও হরতালের নামে দেশব্যাপী তাণ্ডবে যেসব ব্যক্তি নিহত হচ্ছেন, সেসব সন্তানহারা বাবা-মায়ের কষ্ট কি তা কিছুটা হলেও তিনি অনুধাবন করতে পারবেন।
তিনি বলেন, ৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া হলে তার কোনো উদ্যোগ নেয়নি খালেদা জিয়া। উল্টো জাহারানা ইমামসহ ঘাতক দালাল নির্মূল কমিটির ২৪ জনকে আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।
মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুকুল, ব্যারিস্টার ড. তুহিন আফরোজসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড্যাভোকেট আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভুইয়া, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ ই হাসান তুহিন, মহিলা পরিষদ নেত্রী হামিদা খাতুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫