ঢাকা: কোকোর জানাযাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন ও রাজনীতির মাঠ থেকে বিএনপিকে চিরতরে বিদায় দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শাহ এ এম এস কিবরিয়ার দশম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভা হয়।
হাছান মাহমুদ বলেন, যারা সংলাপের কথা বলছেন, তারা আর সবিনয়ে সংলাপের কথা বলবেন না।
তিনি বলেন, যে বাড়ির দরজা প্রধানমন্ত্রীর জন্য বন্ধ থাকে, তাদের শক্ত হাতে দমন করতে হবে।
তাবলীগের প্রতি অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ইজতেমায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে যারা পেট্রোল বোমা মেরেছে তাদের প্রতিহত করুন।
কিছু কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্বের উদ্দেশ্যে আ’লীগের প্রচার সম্পাদক বলেন, তাদের কারও কারও বক্তব্যে পেট্রোল বোমার কোনো সমালোচনা দেখতে পেলাম না। তাই আপনারা জাতিকে সবক দেওয়ার চেষ্টা করবেন না।
কোকোর মৃত্যুতে খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, কোকোর মৃত্যুতে খালেদা মুষড়ে পড়েছেন। মা হিসেবে এটা স্বাভাবিক। কিন্তু পেট্রোল বোমায় যেসব মায়ের বুক খালি হয়েছে, তাদের আর্তনাদ এখন খালেদা আপনি বুঝতে পারবেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আ’লীগ নেতা শাহ আলাম মুরাদ ও বলরাম পোদ্দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫