ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমলনগরে নাশকতা রোধে মাঠে থাকবে গ্রাম পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
কমলনগরে নাশকতা রোধে মাঠে থাকবে গ্রাম পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হরতাল-অবরোধসহ যে কোনো সময় নাশকতা প্রতিরোধ করতে মাঠে থাকবে গ্রাম পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে কমলনগর থানা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল আওয়াল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ এ ব্যাপারে গ্রাম পুলিশদের দিক নির্দেশনা দেন।



এসময় কমলনগর উজেলার নয়টি ইউনিয়নের ৮১ জন গ্রামপুলিশ হরতাল-অবরোধে নাশকতা প্রতিরোধসহ সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে বলে জানানো হয়।

দিক নির্দেশনা দেওয়ার সময় হাজিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল ওহাব সরকার, স্থানীয় সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।