ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৬ কোটি মানুষকে বোমায় রূপান্তর করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
১৬ কোটি মানুষকে বোমায় রূপান্তর করতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ২০ দলীয় জোটের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অস্ত্র ও পেট্রোল বোমা দিয়ে মানুষ না মেরে জনমত গড়ে তুলুন। সরকারের পতন ঘটাতে হলে ১৬ কোটি মানুষকে বোমায় রূপান্তর করতে হবে।



বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় নোয়াখালীর মাইজদী এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত অবরোধ বিরোধী মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে নারী ও শিশুসহ সাধারণ মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে হলে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।

বিএনপির নেতারা গুলশানের দরজা বন্ধ করে আলোচনা ও সংলাপের দরজাই বন্ধ করে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।  

সমাবেশ শেষে মন্ত্রী নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত তিনদিনের ডিজিটাল মেলা উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।