ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২ ফেব্রুয়ারির মধ্যে খালেদার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
২ ফেব্রুয়ারির মধ্যে খালেদার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা সুরঞ্জিত সেনগুপ্ত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘নৌকা সমর্থক গোষ্ঠী’ ‘চলমান রাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

সুরঞ্জিত বলেন, দুইদিনের মধ্যেই আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নইলে সরকার ১৬ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে সাংবিধানিক ও প্রশাসনিক বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এসময় খালেদা জিয়াকে হুঁশিয়ারি দিয়ে সুরঞ্জিত বলেন, সরকারেরও ধৈর্য্যের একটি সীমা রয়েছে। সেই সীমা পর্যন্ত থাকেন। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আপনার আছে। তাই বলে নাশকতা করার অধিকার আপনাকে কেউ দেয়নি। কোনো ধরনের চাপ প্রয়োগ করে সরকারের কাছ থেকে দাবি আদায় করা যাবে না।

তিনি বলেন, অগণতান্ত্রিক ও সহিংস আন্দোলন বন্ধ করুন। না হয় এ সহিংসতা বন্ধ করতে প্রধানমন্ত্রীর হাতে সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা ছাড়াও বিকল্প অনেক মাধ্যম রয়েছে। যা এখনো ছোঁয়াও হয়নি। কতদিন পর্যন্ত  প্রধানমন্ত্রী ধৈর্যের পরিচয় দেবেন তা সময়ই বলে দেবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, হুমায়ুন কবির মিজি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।