ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহে ছাত্রলীগের র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, ফেব্রুয়ারি ৩, ২০১৫
সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহে ছাত্রলীগের র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: দেশজুড়ে ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে চলা পেট্রোলবোমা হামলা, সন্ত্রাস-নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহে র‌্যালি করেছে শহর ছাত্রলীগ।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কাচারীঘাট জিরো পয়েন্ট থেকে র‌্যালিটি বের হয়ে শহরের নতুন বাজার, গাঙ্গিনারপাড়, স্টেশন রোড ঘুরে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।



জনসচেতনমূলক এ র‌্যালির নেতৃত্ব দেন ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন আরিফ।

এসময় শহর ছাত্রলীগ নেতা ওয়াহিদুল হক, রেদোয়ান মাহমুদ ময়না, আমিনুল আহসান বরাত, মন্টি, মারুফ হোসেন, আলী ইমাম আরিফ, এসএম জনি, সজীব মিয়া, রুবেল আহমেদ, রানা, তারিন, ফারুক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ বলেন, পেট্রোল বোমার মাধ্যমে পৈশাচিক কায়দায় নির্বিচারে নিরীহ সাধারণ মানুষকে হত্যা করে ক্ষমতার দিবাস্বপ্ন দেখছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। খালেদা এ নষ্ট রাজনীতি বন্ধ না করলে বঙ্গবন্ধুর সৈনিকরা ঐক্যবদ্ধভাবে মাঠেই তাদের সমুচিত জবাব দেবে।

এর আগে শহর ছাত্রলীগ নেতারা ‘অনিশ্চয়তার অন্ধকার শেষে জ্বলুক আশার আলো’ শিরোনামে জনসচেতনতামূলক একটি লিফলেট শহরের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।