ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, ফেব্রুয়ারি ৪, ২০১৫
রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড, পেট্রোল বোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যা, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, দেশের শিক্ষা, অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের প্রতিবাদে বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে মানব বন্ধন করে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।

স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগ সভাপতি সফিয়ার রহমান সাফি, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য মো. ইদ্রিস আলী, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাজেদ আলী বাবুল, শাহিনুর রহমান সোহেল, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ম সম্পাদক নওশাদ রশীদ, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক নিধুরাম অধিকারী, বন ও পরিবেশ সম্পাদক ওবায়দুর রহমান ময়না, আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন ডালু, শ্রমিক লীগ জেলা সভাপতি আব্দুস সালাম সরকার, সহ-সভাপতি ইনছান আলী, যুবলীগ মহানগর আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীণ চন্দ্র দাস, স্বেচ্ছাসেবক লীগের জেলা নেতা জুয়েল হোসেন, ফরহার হোসেন রিপন, ফয়সাল হোসেন রাসেল, শাহ শামসুল হক লিটন, ছাত্রলীগ রংপুর জেলা সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন, স্বেচ্ছাসেবক লীগ পীরগাছা উপজেলা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আইনুল হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, বদরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক সর্দার মধু, যুগ্ম আহ্বায়ক মারুফুরজ্জামান মারুফ, তারাগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রিয়াদুন্নবী রিয়াদ ও সদস্য আব্দুল মালেক প্রমুখ।



বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।