ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
বাগেরহাটে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত

বাগেরহাট: বাগেরহাটে শহীদুল ইসলাম খান (৩৫) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।  
 
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট পৌর শহরের মুনিগঞ্জ খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


 
শহীদুল ইসলাম বাগেরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি বাগেরহাট সদরের চরগ্রাম এলাকার মৃত হাসেম খানের ছেলে।
 
ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা শহীদুল ইসলাম মুনিগঞ্জ খেয়াঘাট এলাকায় এলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ৬/৭ দুর্বৃত্ত তাকে আক্রমণ করে। এ সময় রনি ওরফে জাকারিয়া নামে এক ব্যক্তি চাপাতি দিয়ে শহীদুলের মুখে কোপ দেয়। এতে শহীদুল চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

বাগেহরাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আহত অবস্থায় শহীদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

ঘটনার সময় শহীদুলের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে হামলাকারী রনিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে, অন্যরা পালিয়ে যায়।  

রনিকে পুলিশ প্রহরায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার বেমরতা বৈটপুর এলাকার মোশারেফ হাওলাদারের ছেলে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক রনির কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।