ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে

রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে যুবলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে যুবলীগ

রংপুর: অবরোধ আর হরতালের নামে দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে শনিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর যুবলীগ।

রংপুর প্রেস ক্লাব চত্বরে দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত এক ঘন্টার মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, আওয়ামী লীগনেতা অ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, মোতাহার হোসেন মন্ডল, তৌহিদুর রহমান টুটুল, যুবলীগনেতা রাশেদুন্নবী জুয়েল, এমএ বাশার, লক্ষিন চন্দ্র দাস প্রমুখ।



বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে হরতার অবরোধেরে নামে দেশে গনহত্যা চালিয়ে য়াচ্ছে। তারা যানবাহনে প্রেট্রল ঢেলে দিয়ে জিবন্ত মানুষ হত্যা করছে।
বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীদের দেওয়া আগুনে এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ২৯ জন নিরিহ মানুষ হত্যা করেছে। তাদের হাত থেকে রেহাই পায়নি শিশুরাও  ২০ দলীয় জোটের একের পর এক এসব নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহবান জানান।

বাংলাদেশ সময় ১৭২৫ ঘন্টা, জানুয়ারী ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।