বগুড়া: বগুড়া শহরের কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৬টি তাজা ককটেলসহ জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে শাজাহানপুর উপজেলার জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলীও (৫৫) রয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়ার সহকারী পুলিশ সুপার(সদর) গাজিউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বগুড়া সদর থানার পরিদর্শক(তদন্ত) নুর-এ-আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে শহরের কলোনি বুড়ির পুকুর (কুলিরদর) এলাকার ইসলামের ছাত্রাবাস নামের একটি মেস থেকে ৬টি তাজা ককটেলসহ শিবিরের ১০ কর্মীকে আটক করা হয়েছে। আটকরা নাশকতার পরিকল্পনা করছিল বলে দাবি পুলিশের এ কর্মকর্তার।
এদিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝিরা স্ট্যান্ড থেকে রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতার একাধিক অভিযোগ রয়েছে বলে জানান ওসি।
এর আগে ২৩ জানুয়ারি দিনগত রাত ১২টা থেকে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাস, ভাঙচুরসহ নাশকতায় জড়িত থাকার মামলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫