ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

জামালপুরে বিএনপির ৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপনন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫০, জানুয়ারি ২৪, ২০১৫
জামালপুরে বিএনপির ৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামালপুর: আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেস্টুন ও যানবাহন ভাঙচুরের ঘটনায় জামালপুরে বিএনপির ৮৫ নেতাকর্মীরা বিরুদ্ধে দ্রুতবিচার আইনে ২টি মামলা করেছে জামালপুর থানা পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর সদর থানায় মামলা দু’টি করা হয়।



জামালপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে বিএনপির ৫১ জনের নাম উল্লেখ করে দ্রুতবিচার আইনে একটি মামলা করেন। এতে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া ময়নাল হক নামে এক অটোরিকশা চালক বাদী হয়ে অপর মামলাটি করেন। এতে বিএনপির ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে আরো ৫০ জনকে।

এদিকে এসব মামলায় এখন পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।