ঢাকা: চলমান রাজনৈতিক সমস্যার সমাধান সংলাপে নয়, জয়-পরাজয়ের মাধ্যমে হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকার বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনায়, আকবর হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট’র (ব্লাস্ট) নির্বাহী পরিচালক সারা হোসেন।
শাজাহান খান বলেন, এখানে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আদর্শের লড়াই চলছে। আদর্শের লড়াইয়ে সংলাপের কোনো জায়গা নেই। জয়-পরাজয়ের মধ্য দিয়ে এ আদর্শের লড়াইয়ের সমাধান আসবে।
দ্বিমত করে মাহবুবুর রহমান বলেন, সমস্যার সমাধানে সংলাপের বিকল্প নেই।
অন্য এক প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, অবশ্যই গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। ৫ই জানুয়ারি ‘গণতন্ত্র হত্যার’ মতো গণমাধ্যমকেও ‘হত্যা’ করা হচ্ছে।
এর বিরোধীতা করে শাজাহান খান বলেন, কোনোভাবেই গণমাধ্যমের টুটি চেপে ধরা হয়নি, পরামর্শ দেওয়া হয়েছে।
শাহীন আনাম বলেন, অবশ্যই হস্তক্ষেপ কাম্য নয়। তবে, ইলেক্ট্রনিক মিডিয়াগুলোতে টকশোতে এসে অনেকেই যা খুশী বলেন। এমনটা বন্ধ করা উচিত।
সমস্যার সমাধানে সুশীল সমাজের ভূমিকা নিয়ে শাহীন আনাম বলেন, আমরা রীতিমতো বিব্রতবোধ করি। কারণ যে কথা বলছি তা কোন দলের পক্ষে গেল, এমন ভয় থাকে। আমাদের সাহস করে ভূমিকা নিতে হবে।
মাহবুবুর রহমান বলেন, জাতি আজ বিশাল সংকটের মুখে। এজন্য সুশীল সমাজকেই এগিয়ে আসতে হবে।
** ‘সহিংসতার দায় বিএনপির নয়’, ‘বিএনপি জনগণের প্রতিপক্ষ’
বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫,২০১৫