সিলেট: সিলেটে ঢিলেঢালা ভাবে চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের দশ হাজার নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে চলমান অবরোধের পাশাপাশি এ হরতাল ডাকা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে বিএনপির স্বেচ্ছায় আত্মগোপনে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
সিলেটে হরতাল শুরুর পর সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের কোথাও হরতাল সমর্থকদের মিছিল কিংবা অন্য কোনো কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি। তবে দু’একটি স্থানে তারা মিছিল করার চেষ্টা করছেন বলে সূত্র জানিয়েছে।
ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থানে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশাসহ হালকা দু’একটি যানবাহন চলাচল করতে দেখা যায়। নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট।
এদিকে সবধরণের নাশকতা মোকাবেলায় সিলেট জুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সহিংসতা মোকাবেলায় পুলিশ ও ৠাবের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে। নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫