ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে হরতালে মিছিল-পিকেটিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
বরিশালে হরতালে মিছিল-পিকেটিং

বরিশাল: ২০ দলীয় জোটের দেশব্যাপী হরতাল কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ মিছিল করেছে পিকেটাররা।

রোববার সকাল সাড়ে ৬টায় বরিশাল-বাবুগঞ্জ সড়কের বাঘিয়া এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।



এদিকে, সকাল ৭টায় শ্রদিকদলের নেতাকর্মীরা নগরীর পলাশপুরে বিক্ষোভ মিছিল বের করে।

পরে সকাল সাড়ে ৭টায় নগরীরর গোড়াচাদ দাস রোডে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে সড়কে আগুন দিয়ে স্লোগান দেয়।

এছাড়া সকাল ৮টায় নিউ সার্কুলার রোডে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

হরতালে বরিশালের অভ্যন্তরীণ রুটে স্বল্প পরিসরে যান চলাচল করলেও দুরপাল্লার বাস-ট্রাকসহ যান চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতালে নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে, শনিবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে ধামুড়াগামী একটি বাসে অগ্নিসংযোগ করে দুবৃর্ত্তরা।

এতে মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন লেগে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গাড়িতে কেউ ছিল না।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।