চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লাহারপুর এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।
সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা রবি ও সোমবারের হরতালের দিন শনিবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ট্রাকের চালক আব্দুর রাকিব জানান, রাতে তিনিসহ তিনজন চালক তিনটি ট্রাকে কলাই নিয়ে রানীহাটি এলাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের লাহারপুর এলাকায় অবরোধকারীরা তার চলন্ত ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ট্রাকে আগুন ধরে যায়।
এসময় দ্রুত ট্রাক থেকে নেমে যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, ট্রাকটি কোনো নিরাপত্তা ছাড়াই যাচ্ছিল।
এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে হরতালের সমর্থনে শহরের বড়ইন্দারা মোড় থেকে মিছিল বের করে শিবির কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে শান্তির মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় শিবির কর্মীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শান্তিমোড় এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করে।
এছাড়া হরতালের সমর্থনে কোথাও পিকেটারদের তৎপরতা চোখে পড়েনি।
শহরের অধিকাংশ দেকানপাট বন্ধ রয়েছে। হরতাল ও অবরোধের কারণে দূরপাল্লা বা অভ্যন্তরীণ রুটের কোনো বাস ছেড়ে যায়নি। তবে ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার কোথাও কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫