ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে শরবত আলী (৩০) নামে এক প্রাইভেটকারচালক ককটেলের বিস্ফোরণে আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় লাভেঞ্চি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আহত শরবত আলী দক্ষিণ কেরানীগঞ্জের পৌর চেয়ারম্যান সাঈদের প্রাইভেটকারচালক। রাজধানীর তেঁজকুনিবাজার এলাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
পরে বাবুল নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
শরবত আলী বাংলানিউজকে জানান, তেঁজকুনিবাজার থেকে কেরানীগঞ্জে যাওয়ার উদ্দেশে প্রাইভেটকার নিয়ে বের হন তিনি। কাওরানবাজারের লাভেঞ্চি হোটেলের সামনে পৌঁছানো মাত্রই পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ককটেলের স্পিন্টারে তিনি গুরুতর আহত হন।
পরে বাবুল নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫