খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে: ছেলে হারিয়ে শোকাহত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে দেখা মিলছে না বিএনপি’র কোনো কেন্দ্রীয় নেতার।
রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অবস্থান করছেন গণমাধ্যমকর্মী ও পুলিশ সদস্যরা।
সকাল ১০টার দিকে মহিলা দলের তৃনমূল পর্যায়ের কিছুকর্মী গুলশান কার্যালয়ের সামনে আসেন। তবে মহিলা দলের সিনিয়র নেত্রীরা না আসার কারণে তারা ভেতরে ঢুকতে পারছেন না।
নেতাদের এমন আচরণে তারাও হতাশ। মুন্সিগঞ্জ থেকে আসা মহিলা দলের এককর্মী বলেন, ম্যাডামকে (খালেদা জিয়া) একবার দেখবো বলে আমি এসেছি। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন সুলতানা আপার সঙ্গে ভেতরে প্রবেশ করার কথা। তিনি এখনো আসেননি।
কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কেকোর মৃত্যুতে খালেদা জিয়া ভেঙে পড়েছেন- এটা জেনেও বিএনপি নেতাদের এমন আচরণে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা পুলিশ সদস্যরা খানিকটা অবাক।
এক পুলিশ সদস্য বলেন, কাল (২৪ জানুয়ারি) প্রচুর নেতা এসেছেন। কিন্তু আজ (২৫ জানুয়ারি) সকাল থেকে কেউ আসেননি। নেত্রীর এমন বিপদের দিনেও নেতাদের ঘুম না ভাঙলে সেটা দুঃখজনক। আমরাতো সকাল থেকে এখানেই আছি।
আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় অবস্থানকালে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫