ঢাকা: এ কেমন ইনজেকশন ছিল যার কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ঘুম ভাঙেনি বলে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার দুপুর ১২টায় রাজধানীর ধানমণ্ডির ৩ নম্বর রোডের আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ প্রশ্ন রাখেন।
তিনি বলেন, আমরা জানি, ঘুমের ইনজেকশন দিলে কয়েক ঘণ্টা পর্যন্ত এর কার্যকারিতা থাকে। কিন্তু প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পরে নাকি তিনি ধন্যবাদ জানিয়েছেন।
হাছান মাহমুদ বলেন, শনিবার রাতে বিএনপি নেত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যে আচরণ করেছেন, তা বাংলাদেশের রাজনীতি ও সামাজিক-সংস্কৃতিতে কালো দাগ হয়ে থাকবে।
বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে যে আচরণ করেছে, তা ন্যাক্কারজনক। জাতি এই ধরনের অসৌজন্যমূলক আচরণ আশা করেনি।
কারণ হিসেবে তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি প্রতিষ্ঠানের নাম। এই প্রতিষ্ঠানের সঙ্গে তারা (বিএনপি) যে ন্যাক্কারজনক আচরণ করলো, বাংলাদেশে এর আগে এমন ঘটনা আর ঘটেনি এবং ভবিষ্যতে ঘটবে কিনা তা সন্দেহ আছে!
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুর নাহার লাইলি প্রমুখ।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাত পৌনে নয়টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান।
এ সময় খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস উপস্থিত সাংবাদিকদের জানান।
এরপর প্রধানমন্ত্রী সেখানে গেলে কার্যালয়ের দরজা বন্ধ দেখতে পান। পরে সেখান থেকে তিনি ফিরে যেতে বাধ্য হন।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫/আপডেটেড: ১৩৪৭ ঘণ্টা