ঢাকা: বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও দলের মহাসচিব মেজর (অব.) মান্নান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হন তারা।
শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১২টায় (মালয়েশিয়া সময় দুপুর ২টা) কুয়ালালামপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। দেশ ছাড়ার পর স্ত্রী-সন্তানদের নিয়ে কুয়ালালামপুরেই থাকতেন তিনি।
মৃত্যুকালে দুই কন্যা সন্তানের পিতা আরাফাত রহমান কোকোর বয়স হয়েছিল ৪৫ বছর।
বাংলাদেশ সময় : ০২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
** শোক বইয়ে স্বাক্ষর করতে গুলশানে বিএনপি নেতাকর্মীদের ভিড়
** কোকোর মরদেহ আনতে মালয়েশিয়ায় শামীম ইস্কান্দার
** আরাফাত রহমান কোকো মারা গেছেন
** শোকে বিহ্বল সন্তানহারা খালেদা
** কোকোর মরদেহে প্রবাসীদের শেষ শ্রদ্ধা
** কোকোর মরদেহ আসছে সোমবার
** খালেদার কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার
** শোকাহত খালেদার পাশে স্বজন-সহকর্মী