ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, জানুয়ারি ২৫, ২০১৫
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি গ্রেফতার

মানিকগঞ্জ: হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

আওলাদ মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকার আবদুল লতিফের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে জেলা শহরের পশ্চিম সেওতা এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

আওলাদ নাশকতাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আওলাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।