ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় নাশকতার উপকরণসহ শিবিরের ৪ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
কুমিল্লায় নাশকতার উপকরণসহ শিবিরের ৪ কর্মী আটক

কুমিল্লা: কুমিল্লা নগরীর দৌলতপুরে শিবির পরিচালিত একটি মেস থেকে নাশকতার কাজে ব্যবহৃত উপকরণসহ শিবিরের ৪ কমীর্কে আটক করেছে কুমিল্লা (গোয়েন্দা) পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে  দৌলতপুরে ছায়াবিতান এফ রহমান হাউজ নামে এক মেসে এ অভিযান চালায় ডিবি পুলিশ।



এ সময় ২০টি জর্দার খালি কৌটা, ৫টি লাল টেপ,  ৫০০ গ্রাম পাথরের ছোট ছোট টুকরা, ৭ পিস পাইপের টুকরা, ৩টি হকিস্টিক, শিবিরের রিপোর্ট বই, চাঁদা আদায়ের রশিদ, কাদের মোল্লার ছবি সম্বলিত শাহাদৎ বার্ষিকী লেখা পোস্টার, শিবিরের লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয়।

আটক শিবির কর্মীরা হলেন, বরুড়া উপজেলার সোনাইমুড়ি গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে কাজিম উদ্দিন সোহেল (১৯), নাঙ্গলকোট উপজেলার দরিয়ারা গ্রামের আবু তাহেরের ছেলে মো. মাইন উদ্দিন (১৯), সদর দক্ষিণ উপজেলার কাছিয়া পুকুরিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে মো. শাহ জালাল তুহিন (১৯) এবং কুমিল্লা সদরের দক্ষিণ চর্থা এলাকার জসিম উদ্দিনের ছেলে সৈকত জাহান (২০)।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মনজুর আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।