ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংলাপের দরজা বন্ধ করে দিলেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সংলাপের দরজা বন্ধ করে দিলেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা নিজের ঘরের দরজা বন্ধ করে সংলাপের দরজা বন্ধ করে দিলেন। সমঝোতা আর সংলাপকে অসম্ভব করে ফেললেন।



তিনি বলেন, বোমাবাজির মতো অরাজনৈতিক কর্মকাণ্ডের মোকাবেলা করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, অচিরেই তার সঠিক জবাব পাবেন।

রোববার দুপুরে সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগ আয়োজিত শিশুদের মধ্যে শিক্ষোপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন মন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, গতকাল (শনিবার, ২৪ জানুয়ারি) পুত্রশোকে কাতর খালেদাকে সমবেদনা জানাতে গিয়ে শেখ হাসিনা অবাঞ্ছিত হয়ে ফিরে এলেন। এর মাধ্যমে নিজের ঘরের দরজা বন্ধ করে সংলাপের দরজা বন্ধ করে দিলেন। সমঝোতা আর সংলাপকে অসম্ভব করে ফেললেন তিনি।

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, আমি নিজেও ভাবিনি শেখ হাসিনা শোকাহত খালেদার কার্যালয়ে যাবেন। শেখ হাসিনা আবারও প্রমাণ করেছেন, তিনি মানবিক গুণাবলী সম্পন্ন সত্যিকারের একজন মা। প্রমাণ করেছেন, এদেশের পেট্রোল বোমার আহাজারির মধ্যে শান্তি চান হাসিনা।

তিনি বলেন, প্রতিপক্ষের পক্ষ থেকে যে হামলা এসেছিল তারপরেও কেন যাবো! তার ছেলে মারা গেছে তাতে আমার কী এরকম অনুভূতির প্রশ্রয় দেননি শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, এর মাধ্যমে আকেরটি সুবর্ণ সুযোগ হারালো বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, আমরা রাজনীতিকে মোকাবেলা করবো রাজনীতি দিয়ে আর বোমাবাজির মতো অরাজনৈতিক অবস্থার মোকাবেলা করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অচিরেই তারা এর সঠিক জবাব পেয়ে যাবেন।

এর আগে তিনি বলেন, সংলাপ এবং সমঝোতার পথটিও বন্ধ করে দেওয়ায় আবারও স্বস্তির সুবাতাস আতঙ্কে পরিণত হলো।   দেশ আবারও উদ্বেগ-আতঙ্কে পরিণত হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, গতকাল (শনিবার, ২৪ জানুয়ারি) বিএনপি একটুও ভদ্রতা দেখায়নি। ক্ষমতার সিংহাসনের জন্য খালেদা হাসিনাকে অপমানিত করেছেন। এই অপমানের জবাব দেশের ১৬ কোটি মানুষকে নিয়ে আওয়ামী লীগ দেবে।

কলেজ ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুণ-উর রশীদ, কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু হায়দার আহমেদ নাসের, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।