বগুড়া: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল চলাকালে রোববার (২৫ জানুয়ারি) শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রিকশা ও অটোরিকশা চলাচল করছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শহরে লোক সমাগম অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।
রোববার দুপুর পৌনে একটা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ সব চিত্র দেখা গেছে।
হরতাল চলাকালে শহরের সাবগ্রাম, চারমাথা গোদারপাড়া বনানী, শেরপুর রোড কলোনি, খান্দার, শাকপালাসহ কয়েকটি এলাকায় মিছিল ও পিকেটিং করার চেষ্টা করলেও পুলিশি বাধার কারণে সুবিধা করে উঠতে পারেননি হরতালকারীরা। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর টহল থাকা সত্ত্বেও শহরের জিরো পয়েন্ট সাতমাথা ও এর আশপাশের এলাকায় বিভিন্ন পোশাকে রেজিস্ট্রেশনহীন দামি মোটরসাইকেলে তিনজন করে আরোহী বেশ দাপটের সঙ্গে চলতে দেখা গেছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ২০ দলীয় জোটের নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ২৩ জানুয়ারি দুপুরে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করে স্থানীয় ২০ দলীয় জোট।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫